Wednesday, October 9, 2013

Quran with Bengali and English Translation - Sura Fatiha (সূরা ফাতিহা)

بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।

In the Name of Allâh, the Most Beneficent, the Most Merciful.


الْحَمْدُ للّهِ رَبِّ الْعَالَمِينَ  (1

যাবতীয় প্রশংসা আল্লাহ তা’আলার যিনি সকল সৃষ্টি জগতের পালনকর্তা।

All the praises and thanks be to Allâh, the Lord of the ’Alamîn (mankind, jinns and all that exists).


الرَّحْمـنِ الرَّحِيمِ  (2

যিনি নিতান্ত মেহেরবান ও দয়ালু।

The Most Beneficent, the Most Merciful.


مَـالِكِ يَوْمِ الدِّينِ  (3

যিনি বিচার দিনের মালিক।

The Only Owner (and the Only Ruling Judge) of the Day of Recompense (i.e. the Day of Resurrection)


إِيَّاكَ نَعْبُدُ وإِيَّاكَ نَسْتَعِينُ  (4

আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং শুধুমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি।

You (Alone) we worship, and You (Alone) we ask for help (for each and everything).


اهدِنَــــا الصِّرَاطَ المُستَقِيمَ  (5

আমাদেরকে সরল পথ দেখাও,

Guide us to the Straight Way


صِرَاطَ الَّذِينَ أَنعَمتَ عَلَيهِمْ غَيرِ المَغضُوبِ عَلَيهِمْ وَلاَ الضَّالِّينَ  (6

সে সমস্ত লোকের পথ, যাদেরকে তুমি নেয়ামত দান করেছ। তাদের পথ নয়, যাদের প্রতি তোমার গজব নাযিল হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে।

The Way of those on whom You have bestowed Your Grace , not (the way) of those who earned Your Anger (such as the Jews), nor of those who went astray (such as the Christians). ,,


Source: http://www.quraanshareef.org

No comments:

Post a Comment