Wednesday, October 9, 2013

Quran with Bengali and English Translation - Sura Falaq (সূরা ফালাক্ব)


 بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ
 শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু। eee
  Ayahs:   | 1-5 |
 

  قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ  (1

বলুন, আমি আশ্রয় গ্রহণ করছি প্রভাতের পালনকর্তার,  

Say: ”I seek refuge with (Allâh) the Lord of the daybreak,  
 

  مِن شَرِّ مَا خَلَقَ  (2

তিনি যা সৃষ্টি করেছেন, তার অনিষ্ট থেকে,  

”From the evil of what He has created;  
 

  وَمِن شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَ  (3

অন্ধকার রাত্রির অনিষ্ট থেকে, যখন তা সমাগত হয়,  

”And from the evil of the darkening (night) as it comes with its darkness; (or the moon as it sets or goes away).  
 

  وَمِن شَرِّ النَّفَّاثَاتِ فِي الْعُقَدِ  (4

গ্রন্থিতে ফুঁৎকার দিয়ে জাদুকারিনীদের অনিষ্ট থেকে  

”And from the evil of the witchcrafts when they blow in the knots,  
 

  وَمِن شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ  (5

এবং হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে।  

”And from the evil of the envier when he envies.”

1 comment:

  1. Thanks for sharing the quran in bangla so now i am waiting for next blog and if you need some help i can helped you.

    Marathi Translation | Bengali Translation

    ReplyDelete